কিশোরগঞ্জের হাওড় অধু্যষিত উপজেলা নিকলী ও বাজিতপুরে গত কয়েকদিন ধরে অসাধু ব্যবসায়ীরা হাওড়ের কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ব্যবসায়ীরা কৃষি জমি কাটার ফলে জমির টপসেল বা উর্বরতা শক্তি কমে যাচ্ছে। পার্শ্ববর্তী কৃষি জমিগুলো ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বাজিতপুর উপজেলার হুমাইপুর ও মাইজচর ইউনিয়নে গেলে দেখা যায়, ১০ থেকে ১৫টি ট্রাক দিয়ে কৃষি জমি থেকে মাটি এনে বিভিন্ন ইট-ভাটায় দিচ্ছে। এতে করে পার্শ্ববর্তী জমির ফসলগুলো নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।
আয়নারগোপ গ্রামের কয়েকজন জানান, কৃষি জমি থেকে ইট-ভাটার জন্য অসাধু ব্যবসায়ীরা আনছে মাটি নিচ্ছে। আবার ইট-ভাটার কালো ধোঁয়ায় তাদের জমির বিভিন্ন ফসল হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো তদারকি নেই। বাজিতপুর ইউএনও ফারাশিদ বিন এনাম বলেন, 'এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।'
অন্যদিকে, নিকলী উপজেলার জারইতলা ও গুড়ই ইউনিয়নের হাওড়ের বিভিন্ন এলাকায় ইট-ভাটার মালিক প্রতারণার মাধ্যমে জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।