দ্বিবার্ষিক সম্মেলন
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উদ্ধোধন করেন উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার। প্রধান বক্তা ছিলেন, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা আক্তার। ফাহিমা আক্তারের সভাপতিত্বে নাহার মনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা পপি আক্তার, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবুল হাশেম, সহসাংগঠনিক সম্পাদক ছোটন আহমেদ, মানবাধিকার সম্পাদক সাইদুল ইসলাম লাভলু, নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমান আলী।
ইউএনও'র পরিদর্শন
ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত লম্বাবিল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন উপলক্ষে বিশেষ সভা হয়েছে। বৃহস্পতিবার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পরিদর্শন করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মাওলানা রফিক বসরীর সভাপতিত্বে সুপার মাওলানা শামশুল আলমর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম কোম্পানি, প্রবীণ মুরুব্বী মাষ্টার ছালে আহমেদ, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক আবদুল হামিদ, বাইশারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, বিএনপি নেতা সফি, ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, শামশুল আলম।
সংবর্ধনা অনুষ্ঠিত
ম সিলেট অফিস
বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা জাজাসের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল। অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসাসের আহ্বায়ক নিজাম উদ্দিন তরফদার, সিলেট জেলা বিএনপির শিশুবিষয় সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।
স্মরণসভা ও দোয়া
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে বামনহাটা গ্রামের কৃতী সন্তান মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের তৃতীয় মৃতু্যবার্ষিকীর স্মরণসভা ও দোয়া বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
খন্দকার শাহাব উদ্দিনের সভাপেিত্ব অতিথি ছিলেন, মাওলানা আব্দুল গাফফার সিকদার, যাযাদি প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আমিনুল ইসলাম, জাহিদ ফরহাদ তালুকদার জুয়েল। বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন, খন্দকার রাসেল, মাহবুবুর রহমান মাণিক, শাহাদত হোসেন শেখ প্রমুখ।
কোরআন প্রতিযোগিতা
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে দারুত তাকওয়া সেবা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের মাওলানা ইমরান হোসাইন নড়াইলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বায়তুল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাহবুবুল আলম। প্রধান মেহমান টঙ্গী দারুলউলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাসউদুল করীম দ.বা.। উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, আতাউলস্নাহ দারুলউলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. মমিন উলস্নাহ।
কমিটি গঠন
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। মাওলানা মাস্টার আবুল হোসাইন সরকার আমির এবং মাওলানা আবুল কালাম আজাদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন- নায়েবে আমির মাওলানা আব্দুল বারী মিয়া, সহ-সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহ-সেক্রেটারি মশিউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শেখ ফরিদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহমুদ চিনু, প্রকাশনা ও অফিস সেক্রেটারি আবু আল মামুন, যুব ও ছাত্রবিষয়ক সেক্রেটারি মাজহারুল ইসলাম, ওলামা বিভাগীয় সেক্রেটারি আব্দুস ছালাম।
মিছিল ও সমাবেশ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ায় গত বুধবার উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বাজিতপুর বাজারে আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল খান, মরহুম সাবেক সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর তনয় উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, পৌর বিএনপির সদস্যসচিব জসিম মাহমুদ জসিমসহ নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ
ম গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা চরের নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুকের চাতালে কুয়েত সংস্থা এসএসটিএসের অর্থায়নে ২০০ জনের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র (কম্বল)। শীতবস্ত্র পেয়ে আমিনুর রহমান বলেন, এই শীতে ঠান্ডা থেকে বাঁচতে এটা আমাদের অনেক উপকার করবে। শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এরশাদ আলী। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁন।
বস্ত্র বিতরণ
ম ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ির হারুয়াল ছড়িতে হতদরিদ্র পরিবারের মধ্যে পরিধেয় বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ক্লাব ট্রেজারার লায়ন বাবু সুকান্ত বড়ুয়া বিপুলের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চিফ গভর্নর অ্যাডভাইজর লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ, ডিস্ট্রিক্ট রিজিওন চেয়ারম্যান লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেফ, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া, জেনারেল সেক্রেটারি লায়ন সুমন বড়ুয়া, লায়ন রনি কুমার বড়ুয়া, প্রকৌশলী লায়ন রিগ্যাল বড়ুয়া, ইউপি সদস্য শাহজাহান, করিম চৌধুরী, অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম, পরিতোষ কান্তি বড়ুয়া, বাবু রিপন বড়ুয়া।
পরীক্ষা অনুষ্ঠিত
ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রিজভান শেখ রাইয়ান বৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঝরনা মেমোরিয়াল কিন্ডার গার্টেন অ্যান্ড রেসিডেন্সিয়াল হাই স্কুলের আয়োজনে এবং প্রতিষ্ঠাতা শিক্ষক লুৎফর রহমানের পৃষ্ঠপোষকতায় নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার পঞ্চম শ্রেণির ১৯২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আফছার আলী আশাবিদ জানান অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হবে।
সম্প্রীতি সভা
ম সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এক সামাজিক সম্প্রীতি সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন সরাইল ইউএনও মোশারফ হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুম মনিরা ও ওসি রফিকুল হাসান।
কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, মাওলানা কুতুব উদ্দিন, যুবদলের সদস্যসচিব নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি দিলিপ কুমার নাগ, সরাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায় প্রমুখ।
\হ
দায়িত্ব গ্রহণ
ম টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার বলেন, 'সাবরেজিস্ট্রি অফিসে এসে সেবা প্রত্যাশীরা যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।'
সমাপনী অনুষ্ঠিত
ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত দুই দিনের কৃষি ঋণ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আবুল কাশেম, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডিজিএম ওলিউজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয় নওগাঁর ডিজিএম রুহুল আমীন ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক।
প্রশিক্ষণ
ম রাজস্থলী নিজস্ব সংবাদদাতা
'অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন' এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাঙামাটি রাজস্থলীতে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে আগামী ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির কার্যক্রম। শুমারিতে অংশ নেওয়া উপজেলার ৩ ইউনিয়নে ২টি জোনে ৩২ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার উদ্বোধন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা সুবর্ণ সাহা। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা জোনাল অফিসার শাহাজানসহ সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের বিদায়
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস ছালাম। প্রতিষ্ঠানটির পরিচালক মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানার ওসি নূরে আলম। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
কমিটি গঠন
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট পৌর শ্রমিকদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের স্বাক্ষরিত এক দলীয় পত্রে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে ধুনট অফিসারপাড়া এলাকার দুলাল শেখকে সভাপতি, চরধুনট এলাকার নিজাম প্রামাণিককে সহ-সভাপতি, ধুনট সদরপাড়া এলাকার রুহুল আমিনকে সাধারণ সম্পাদক, অফিসারপাড়া এলাকার মাহাবুর রহমান ও আব্দুল মজিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মতবিনিময়
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে থানা প্রশাসনের মতবিনিময় হয়েছে। বৃহস্পতিবার ওসি এটিএম আক্তার-উজ জামানের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) আবদুলস্নাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ওলামা বিভাগের মাওলানা মফিজুর রহমান, খতিব পরিষদ শানে সাবা'র নেতা নেজাম উদ্দিন, ছাত্রনেতা মামুন, লতিফ শিকদার নগর শরীফের সৈয়দ আহমুদুল হাসান, বৌদ্ধ বিহারের নেতা শৈবাল কুমার সিংহ, জীবন বড়ুয়া।
মতবিনিময় সভা
ম নাটোর প্রতিনিধি
নাটোরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভু্যত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির রাজশাহী বিভাগের দায়িতপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিত, তাহসিন রিয়াজ, নাটোরের নাগরিক কমিটির সদস্য তৌফিক নেওয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা সমন্বয়ক শেখ ওবায়দুলস্নাহ মীম, শিশির আহম্মেদ প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
'অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন' এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে আগামী ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির কার্যক্রম। শুমারিতে অংশ নেওয়া উপজেলার ৪ ইউনিয়নে ৩টি জোনে ৭৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন সুপারভাইজারকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস। এ সময় উপজেলা জোনাল অফিসার এসএম নাছির উদ্দীন ও আইসিটি সুপারভাইজার মো. রিপন মিয়াসহ সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্র্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সভাপতিত্ব করেন ইউএনও রুবাইয়া ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার আজিজুল হক। উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের সেনা ক্যাম্পের দায়িত্বরত অফিসার মেজর আব্দুলস্নাহ আল শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানবীর হোসেন প্রমুখ।