বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ, জরিমানা

গোপালগঞ্জে জাল জব্দ ও ধংস গাংনী বাসস্ট্যান্ডের দোকান উচ্ছেদ অভয়নগরে সার মজুদের দায়ে জরিমানা
স্বদেশ ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ, জরিমানা

তিন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে ভেশাল, চায়না ও আড়জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। মেহেরপুরের গাংনীতে সড়ক সংস্কারে বাস স্ট্যান্ডের দোকান উচ্ছেদ ও যশোরের অভয়নগরে অবৈধভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিদিদের পাঠানো বিস্তারিত খবর-

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে মৎস্য আহরণের ভেশাল জাল, চায়না জাল, আড়জাল উদ্ধার করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে শৈলর খালে এ অভিযান চালানো হয়। অভিযানে ২৫শ' মিটার চায়না দড়িজাল, ৪টি ভেশাল জাল ও ২টি আড়জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোরলেন বাস্তবায়নে বাধা হওয়ায় বেশ কয়েকটি দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

দোকানীদের মামলায় বেশ কয়েকমাস ধরে রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকার পর স্থানীয়দের আন্দোলনের মুখে আইনী জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ ও কয়েকটি জায়গায় ফোরলেন নির্মান কাজ শুরু হয়। তবে গাংনী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনি ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ে। শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মাণের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। তবে যাত্রী ছাউনির সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।

\হমামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মান কাজ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনী জটিলতা কাটিয়ে দোকানের ভাড়াচুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ শুরু হয়।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে অবৈধভাবে মজুদ করা ৭৩০ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। এ সময় ওই গুদামের মালিক সার ব্যবসায়ী আকরামুজ্জামান খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া বাজারের কলাহাট এলাকায় মেসার্স জামান ব্রাদার্সের গুদামে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে