বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য

নিকলীতে কুকুরে কামড়ে তরুণের মৃতু্য সাতকানিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য

নোয়াখালী সদরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য হয়েছে। এদিকে, নিকলীতে পাগলা কুকুরের কামড়ে এক কিশোরের মৃতু্য হয়। অন্যদিকে, সাতকানিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর সদর উপজেলায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে নোয়াখালী রেলস্টেশনের উত্তরে আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন জানান, এক ব্যক্তি রেললাইনে কাটা পড়েন। শরীর থেকে পা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা বোয়লিয়া হাওরে গত শুক্রবার দুপুরের দিকে ৮-১০টি কুকুর কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে হৃদয় মিয়াকে (১৩) কামড়ালে তার মৃতু্য হয়। এ বিষয়ে নিকলী থানায় একটি অপমৃতু্য মামলা রুজু হয়।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৩টায় উপজেলার মৌলভীর দোকানসংলগ্ন নয়াখালের মুখ ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে