বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

আট জেলায় আরও ৯ জন আটক
স্বদেশ ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন অপরাধে চট্টগ্রাম,নড়াইল, ঝিনাইদহ, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ময়মনসিংহের গফরগাঁও এবং কক্সবাজারের ঈদগাঁও থেকে ৯ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দূর্গাপুর গ্রামের মুছা মিয়া-(৪৪), একই এলাকার মো. হুমায়ূন- (৪৫) ও বাহাদুরপুর গ্রামের মো. হাশেম মিয়া- (৪২)।

স্টাফ রিপোর্টার নড়াইল জানান, নড়াইল সদরে বিলস্নাল শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার ১২ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশ। শুক্রবার বিকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পৌর শহর এলাকা হতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। বুধবার সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তার হলো- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়া মোলস্না বাড়ীর মৃত হারুন অর রশিদের ছেলে মোশারফ হোসেন লিংক (৩৭)।

\হচট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণ নিয়ে এক অভিনেত্রীসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ ৭৩৩ গ্রাম। শনিবার ৯টার দিকে বিজি-১৪৮ ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার হলেহ-ঢাকা মিরপুর এলাকার অভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজান এলাকার মোহাম্মদ রায়হান।

ঝিনাইদহ প্রতিনিধি জানান,ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এক হাজার ১৮৭ বোতল ফেনসিডিলসহ বাবলু নামে একজনকে আটক করেছের্ যাব। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের মোবারকগঞ্জ রেলগেট থেকে ঢাকা মেট্রো ১৬-০২৫৪ নম্বরের ট্রাকতলস্নাশি করে এ মাদক জব্দ করে ঝিনাইদহর্ যাব। আটক মাদক ব্যবসায়ী বাবুল (৩০) চুয়াডাঙ্গা জেলার দর্র্শনা থানার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ানের ছেলে।

খুলনা অফিস জানানা, খুলনার্ যাব ৬ অভিযানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১১৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. বাবুল (৩৩) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবার দিবাগত রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কোটচাঁদপুর রোড, মোবারকগঞ্জ রেলগেট সংলগ্ন মেসার্স এ. এম. ট্রেডার্স এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পৃথক দুটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহসিন মিয়া (৩০) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার মোহসিন মিয়া উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকার আব্দুল মোতালিব মিয়ার পুত্র।

\হগফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি থেকে ২ কেজি গাজাসহ আন্তজেলা মাদক কারবারি আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুত্রম্নবার দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ্থক' সার্কেলের পরির্দশক মোহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক কারবারেকে আটক করে গফরগাঁও থানায় সোপর্দ করে। আটক সিরাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপূর মধ্যে পাড়া এলাকার মৃত আবু আলীর ছেলে।

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী থেকে বদি নামের হত্যাসহ ১৬টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছের্ যাব-১৫। গত শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আসামীর নাম বদি আলম প্রকাশ বদি, তিনি টেকনাফে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী। আটক বদি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার নজির আহমদের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে