বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে স্মার্ট ফোন ভিভো'র ৭ বছর পূর্তি উদ্‌যাপন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জে স্মার্ট ফোন ভিভো'র ৭ বছর পূর্তি উদ্‌যাপন
নারায়ণগঞ্জে কেক কেটে স্মার্ট ফোন ভিভো'র ৭ বছর পূর্তি উদ্‌যাপন করা হয় -যাযাদি

প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে এক জমকালো আয়োজনে গেস্নাবাল স্মার্ট ফোন নির্মাতা কোম্পানি ভিভো'র সাত বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শহরে দেশের প্রথম ভিভো স্মার্ট ফোন বিবেক টেলিকম দোকানে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্তিতে বাংলাদেশে ভিভো প্রথম গ্রাহক মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে কেক কাটেন ভিভোর মার্কেটিং ডিরেক্টর মি. ডেবিড। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে প্রথম ভিভো স্মার্ট ফোন ব্যবসায়ী সমিন কর্মকার, ভিভো চ্যানেল সেলস ম্যানেজার মি. ডক্সিং, রিটেল ম্যানেজার মি. এন্ড, রিজোনাল সেলস ম্যানেজার মি. নিয়াজ মোর্শেদ, এরিয়া সেলস ম্যানেজার মি. শান্ত, রিটেল প্রমোশন ম্যানেজার মি. শফি, টেরিটরি রিটেল ম্যানেজার মি. সাফরিদ আহম্মেদসহ প্রমুখ।

অনুষ্ঠানে ভিভোর পক্ষ থেকে মার্কেটিং ডিরেক্টর মি. ডেবিট বাংলাদেশের প্রথম কাস্টমার মোহাম্মদ আলীর হাতে পুরুস্কার তুলে দেন এবং প্রথম রিটেইলারকে বিশেষ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করেন।

এ সময় ভিভোর বিদেশি ঊধ্বর্তন কর্মকর্তারা জানান, এত অল্প সময় বাংলাদেশের ঘরে ঘরে ভিভো স্মার্ট ফোন পৌঁছে দিতে পেরে কর্তৃপক্ষ আনন্দিত এবং গর্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে