বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে উস্কানি দিচ্ছে, ওই স্বৈরশাসক, কালোশক্তি যাদেরকে বাংলাদেশের জনগণ, বৈষম্যবিরোধী ছাত্ররা উৎখাত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে।'
গত শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি বলেন, 'যাদের নেত্রী এখন চোরের মতো পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে বসে দেশে হিন্দু, মসুলমান, বৌদ্ধ, খ্রিষ্টানদের মাঝে তৈরি করে দাঙ্গা বাধানোর চেষ্টা করে স্বৈরশাসককে আবারো দেশে নিয়ে আসার চেষ্টা করছে।'
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেনসহ দলের নেতাকর্মীরা।