বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ধুনটে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৪৯তম বিশ্ব ইজতেমা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ধুনটে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৪৯তম বিশ্ব ইজতেমা

বগুড়ার ধুনটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২৬ মিনিট পর্যন্ত দীর্ঘ মোনাজাতে হাজারো মুসলিস্নর কান্না ও আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান।

ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি হজরত মাওলানা শামছুদ্দিন সাহেব। মোনাজাতের পূর্বে হেদায়েতের বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি প্রফেসর মো. আব্দুল হাই।

এদিন আখেরি মোনাজাতে নিজেদের গুনাহ মাফ চেয়ে আলস্নাহর দরবারে দেশ, জাতি ও মুসলিস্নম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ হুমায়ন কবির জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে আখেরি মোনাজাত শেষে ৯টি জামাত দীন ও ইসলামের প্রচারে বেরিয়ে পড়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আখেরি মোনাজাত শেষে মুসলিস্নরা নিরাপদে চলে গেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে