বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

যৌতুকের মামলায় শিক্ষকের জেল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যৌতুকের মামলায় শিক্ষকের জেল

যৌতুক নিরোধ আইনে নজরুল ইসলাম (৩৩) নামে একজন হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে আদালত সূত্রে। গত বৃহস্পতিবার বিকালে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় নেত্রকোণার বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

জানা গেছে, নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস খন্দকারের মেয়ে আইরিন খন্দকার বাদী হয়ে গত ১২ জুন ২০২৪ ইং তারিখে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করেন।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২১ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আছারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের আব্দুল আলীর ছেলে আগারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইরিন খন্দকার বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। কান্না কন্ঠে আইরিন খন্দকার বিজ্ঞ আদালতের কাছে দাবি করে বলেন, 'আমি যেনো ন্যায় বিচার পাই।'

বাদী পক্ষের আইনজীবী হুমায়ুন কবির মুঠোফোনে জানান, বিজ্ঞ আদালত সব কিছু বিচার বিশ্লেষণ করে জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে