চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই গণ-অভু্যত্থানকে ধারণ করে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্স্নোগান নির্ধারণ করা হয় 'নির্ভীকতা পেরিয়ে আটাশ, উনত্রিশে চবিসাস।' এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে চবিসাস।
সভায় সভাপতিত্ব করেন চবিসাস সভাপতি মোহাম্মদ আজহার এবং সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন- চবিসাসের যুগ্ম-সম্পাদক শাহরিয়াজ মোহাম্মদ।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, 'আপনারা যদি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ওপর সিরিজ নিউজ করেন।'
চবিসাস সভাপতি মোহাম্মদ আজহার বলেন, 'জুলাই গণ-অভু্যত্থান ছিল আমাদের নিজেদের ভেঙে নতুন করে গড়ার আন্দোলন। কিন্তু জুলাই আন্দোলনে আমরা একজন ব্যক্তি একটি মিডিয়ার ভূমিকা পালন করেছি।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, চবিসাসের সাবেক সভাপতি ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নিপু, একই বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেন ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন।
১৯৯৬ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়ে পাড়ি দিয়েছে দীর্ঘপথ।