কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিএনপি সভাপতি, জেলা বিএনপি সহ-সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, 'কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই হউক আমাদের অঙ্গীকার। দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষকের ন্যায্য পাওনা দিতে হবে।'
গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
তিনি বলেন, 'গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিবাদ সরকার কৃষকের সারের দাম, তেলের দামসহ অন্যান্য জিনিসের দাম চার থেকে পাঁচ গুণ হারে বাড়িয়েছে। কৃষক এখন ছন্ন ছাড়া।'
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম। উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল আহসান স্বাধীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাজহারুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. বদরুল মুমেন মিটু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তাপস সাহা অপু।