বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে মাছের পোনা অবমুক্ত

কালিয়াকৈর (গাজীপুরে) প্রতিনিধি
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কালিয়াকৈরে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরের কালিয়াকৈরের ডাকুরাইল এলাকায় প্রবাসী বাংলা মৎস্য খামারের ইউনিট-২ এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকালে প্রাথমিকভাবে থাই তেলাপিয়া, সরপুঁটি, রুই, কাতলা মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ পোনা অবমুক্ত করা হয়।

পর্যায়ক্রমে ওই খামারে প্রায় এক কোটি মাছের পোনা ছাড়া হবে।

প্রকল্পের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী জানান, তিনি দীর্ঘ দিন সৌদিপ্রবাসী ছিলেন। পরে তিনি দেশে এসে এলাকার যুবসমাজকে কীভাবে কাজে লাগানো যায়, এর জন্য তিনি মৎস্য প্রকল্পের কাজে নিজেকে নিয়োজিতসহ স্থানীয় যুবসমাজ সম্পৃক্ত করেন। পরে তিনি উপজেলার বোয়ালী ইউনিয়নের ডাকুরাইল ও পিপড়াসিট এলাকায় প্রবাসী বাংলা নামের ইউনিট -১ ও ইউনিট -২ নামের মৎস্য খামার চালু করেন। বর্তমানে প্রকল্পে প্রায় ৪০ জন কর্মচারী চাকরি করছেন। তবে তিনি আশা করছেন, আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পে কমপক্ষে এক থেকে দুই শত শ্রমিকের কর্মসংস্থান হবে।

তিনি উলেস্নখ করেন, যুবসমাজ ইচ্ছা করলে মাছ চাষ করে অর্থনৈতিক উন্নয়নসহ দেশের বাইরে মাছ রপ্তানি করে দেশের উন্নয়ন করতে পারবে। এ সময় প্রকল্পের ম্যানেজার মো. হানিফ ও ইঞ্জিনিয়ার ওবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে