বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিি
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হোসেনপুরে বিএনপির কমিটি গঠনে অনিয়ম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুরে ১নং জিনারী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের একাংশ।

রোববার বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বর্তমান সভাপতি প্রার্থী ফখরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, আরেক সাধারণ সম্পাদক প্রার্থী আবু হানিফ।

তারা বলেন, দ্বি-বার্ষিক সম্মেলনে প্রতি ওয়ার্ডে ৯ জন করে ভোটার থাকার কথা থাকলে নিয়মবহির্ভূতভাবে প্রতি ওয়ার্ড থেকে ১৩ জন করে ভোটার নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচনের দিন। একজন মৃত ভোটারের জায়গায় তার ছেলেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এছাড়াও নির্বাচনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময় হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার উদ্দিন খান তসলিম, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, বিএনপি নেতা আমিনুল মেম্বার, আবু মুসা আকন্দসহ জিনারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে