টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পলাশতলী গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকারে আহত ফরিদ মিয়া (৪৮) নামে চিহ্নিত এক ডাকাতের মৃতু্য হয়েছে। গত রোববার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত সোমবার রাতে তার মরদেহ টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান গ্রামে দাফন করা হয়। নিহত ফরিদ ডাকাত ঐ গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে কালিহাতী উপজেলার পলাশতলী গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে যায় ফরিদ। বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ডাকাডাকি করা হয়। তখন আশেপাশের এলাকাবাসী একত্রিত হয়ে হাতেনাতে ফরিদ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করান। গত রোববার রাতে চিকিৎধীন অবস্থা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃতু্য হয়। কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, শুনেছি স্থানীয়রা তাকে গণপিটুনির পর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।