কিশোর-কিশোরীদের বিপথগামিতা থেকে রক্ষার লক্ষে সরকারি উদ্যোগে পাবনার আটঘরিয়ার ছয় শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাব চালু করা হয়েছে।
এই ক্লাগুলো হলো- দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব, একদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব, সরাবাড়িয়া বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব, লক্ষ্ণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব, কয়রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব ও পারখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাব।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় আটঘরিয়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত প্রায় ৩ বছর আগে আটঘরিয়ার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব চালু করা হয়। জানা গেছে, ক্লাবে বিশেষ করে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির ৩০ জনের অধিক ছাত্র-ছাত্রীকে সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবারে কেরাত, গান, গজল, বাদ্যযন্ত্র, কেরাম, দাবা খেলাসহ নানা আনন্দ আইটেমের মাধ্যমে সময় অতিবাহিত করানো হয়। এজন্য প্রতি সপ্তাহে দুইজন খন্ডকালীন শিক্ষকও নিয়োগ দেওয়া আছে।