বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কবর থেকে গণ-অভু্যত্থানে নিহতের লাশ উত্তোলন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কবর থেকে গণ-অভু্যত্থানে নিহতের লাশ উত্তোলন

গত ৫ আগস্ট গণ-অভু্যত্থানের দিন হাটহাজারীতে নিহত মো. জামাল মোলস্নার (৪৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীনের উপস্থিতিতে উপজেলার কুলগাঁও জালালাবাদ এলাকা থেকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় হাটহাজারী মডেল থানার উত্তর পাশে কাঁচা বাজার গলির সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন রিকশাচালক মো. জামাল মোলস্না। উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তার মৃতু্য হয়। নিহত জামাল মোলস্না কুলগাঁও টেনারী বটতল জালালাবাদ এলাকার কালু মুন্সির পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অটোরিকশা চালক জামাল উদ্দিন নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে চলতি বছরের ৩১ আগস্ট ৬৫ জনের নাম উলেস্নখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে