শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চাটখিলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর শুভেচ্ছা বিনিময়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চাটখিলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর শুভেচ্ছা বিনিময়
নোয়াখালীর চাটখিলে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও মিজানুর রহমান -যাযাদি

নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান চাটখিল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার বিয়াক্লে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চাটখিল প্রতিনিধি আবু নাছের মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার চাটখিল প্রতিনিধি মামুন চৌধুরী। চাটখিল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবর, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আবু ছালেহ মাহমুদ চঞ্চল, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি আব্দুল আউয়াল, রূপালী বাংলাদেশ প্রতিনিধি ওমর ফারুক ও চাটখিল ইউনিয়নের সাথে কর্মরত সাংবাদিকরা।

ইউএনও মো. মিজানুর রহমান বলেন, 'নতুন যোগদান করেছি। সাংবাদিকসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় চাটখিলকে একটি সুন্দর উপজেলা উপহার দিতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে