মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। গত বুধবার সদর উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন মাঠে এ সম্মেলন করেন তিনি। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবু বকর ছিদ্দিক বলেন, 'সম্প্রতি স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছে। ওইসব ভিত্তিহীন সংবাদে আমাকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে করা হয়েছে। আমি বিগত আ'লীগের সময় ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান থাকাকালীন জনস্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেছি। অনুষ্ঠান স্থানীয় এমপির সঙ্গে ছবি থাকায় কিছু স্বার্থান্বেষী মহল ছবিগুলো ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। আমি ওইসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।