শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নতুন করে দেশ স্বাধীন হলেও কালো মেঘ উঁকি দিচ্ছে -জিএম সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নতুন করে দেশ স্বাধীন হলেও কালো মেঘ উঁকি দিচ্ছে -জিএম সিরাজ

বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, 'ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি। ফিরে পেয়েছি স্বাধীনতা। তাই মন খুলে কথা বলতে পারছি। কিন্তু নতুন করে স্বাধীনতা পেলেও বাংলাদেশের আকাশে আবারও কালো মেঘ উঁকি দিচ্ছে।'

গত মঙ্গলবার ভারতের গণমাধ্যমে দেশবিরোধী প্রচারণা মোকাবিলায় বগুড়ার শেরপুরে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, সেক্রেটারি নাজমুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সহ-সভাপতি করুনা রানী ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে