বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম বু্যরো
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়। শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেন। এরআগে শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, শুক্রবার সন্ধ্যায় পূর্বের টাকা লেনদেন ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহড়তলীর জাবেদ গ্রম্নপ এবং হালিশহরের মোহাম্মদ আলী নামে দুই গ্রম্নপের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে