বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন ফিরে পেতে কমিটি গঠিত

নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন ফিরে পেতে কমিটি গঠিত

কুমিলস্না-১১ (নাঙ্গলকোট) স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহালের জন্য গঠিত সংগ্রাম পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগ্রাম পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়। আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগ্রাম পরিষদের কমিটি ঘোষণা করেন গোলাম রসুল চেয়ারম্যান ও অধ্যাপক মাহবুবুল হক মজুমদার।

এ সময় বক্তব্য রখেন, অধ্যক্ষ সালাউদ্দিন স্বপন, বিএনপি নেতা সহিদ উলস্নাহ কাশেম, মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, কাজী শাহ আলম, অধ্যাপক খোরশেদ আলম, ডা. বাহার, যুবদল নেতা মনিরুল ইসলাম, ছাত্রনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু প্রমুখ।

এ সময় কুমিলস্না-১১ (নাঙ্গলকোট) স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহালের সংগ্রাম পরিষদের কমিটিতে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে ৭১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যানকে আহ্বায়ক এবং এ কে এম সায়েম মজুমদার শিপুকে সদস্যসচিব করে ১২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে