শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪
সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা। উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা উপজেলা সদরের বাইপাস সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহ্‌তামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম। এছাড়াও মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জিন্নাত আলী, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুদ্দীন, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস শুকুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে