শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ধুনটের তাবলীগ জামাতের ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬
ধুনটের তাবলীগ জামাতের ইজতেমায় যৌতুক বিহীন বিয়ে

বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামের তাবলীগ জামাতের ইজতেমায় এক দম্পত্তির যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরীব কন্যার অনুপস্থিতে ইজতেমা ময়দানে ওই বিয়ে হয়।

বিয়ে সম্পাদনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মার্কাস মসজিদের মুরবিব মাওলানা আব্দুল রহিম সাহেব। এ সময় মেয়ের বাবা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের মাওলানা আব্দুল হালিম তার মেয়ের পক্ষে উকিল নিযুক্ত হয়ে এই বিয়ে সম্পাদন করেন। বিয়ের সম্পাদনকালে পাত্র হাফেজ আব্দুল মালেক ও তার বাবা রাঙ্গামাটি গ্রামের আব্দুল খালেক ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।

ইজতেমা ময়দানে বিয়ে সম্পাদন বিষয়ে মুফতি খোরশেদ আলম জানান, যৌতুক বিহীন সমাজ ব্যবস্থা গড়তে এই বিয়ের আয়োজন করা হয়। এ সময় পর্দার কারনে কনে পাশ্ববর্তী স্থানে অবস্থান করলেও বর পক্ষ ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন। এরপর নব দম্পত্তির জন্য ইজতেমা ময়দানে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে