সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কেন্দুয়ায় রোপা আমনের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা অর্জন

কেন্দুয়া (নত্রকোনা) প্রতিনিধি
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কেন্দুয়ায় রোপা আমনের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা অর্জন

নেত্রকোনার কেন্দুয়ায় রোপা আমনের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাসি ফুটেছে কৃষক মহলে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় ফুরফুরা মেজাজে কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে- এ বছর কেন্দুয়ায় ২০ হাজার ৩৫০ হেক্টর জমি রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল। তার মধ্যে অর্জিত হয়েছে ২০ হাজর ৩২৫ হেক্টর জমি। ফলনের লক্ষ্যমাত্রা ছিল হাইব্রিড জাতের ধান ৬০৭৫ মেট্রিক টন, উফশি জাতীয় ধান ৪৫৭৫ মেট্রিক টন, স্থানীয় জাতের ধান ২৬২৫ মেট্রিক টন। তন্মধ্যে হাইব্রিড এর ফলন হয়েছে ৬১০৫মেট্রিক টন, উফশির ফলন হয়েছে ৪৫৯০ মেট্রিক টন, স্থানীয় জাতের ফলন হয়েছে ২৭০০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়েও ১২০ মেট্রিক টন ধান বেশি উৎপন্ন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন- 'আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করায় ও অনুকূল পরিবেশের কারণে এ বছর কেন্দুয়ায় রোপা আমনের ফলন ভালো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে