সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কক্সবাজার প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ

কক্সবাজার প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কক্সবাজার প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ
কক্সবাজারে প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ -যাযাদি

কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মাহবুবর রহমান বলেন, কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাচিত কমিটি আগামীতৈ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করবে এবং তাদেও পেশাগত মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

কক্সবাজার প্রেস ক্লাবের দ্বি বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে মাহবুব, কামাল, বাহারি প্যানেলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত রোববার বিকেলে প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্যানেলের সবাইকে নির্বাচিত ঘোষণা করে।

পওে প্রেস ক্লাব মিলনায়তনে নব নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নেজামে ইসলামী জেলা শসভাপতি ও কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কারী আব্দুল খালেক নিজামী। নির্বাচিতরা হলেন- সভাপতি মাহবুবর রহমান (সম্পাদক দৈনিক সৈকত), সহ সভাপতি কামাল হোসেন আজাদ, (দৈনিক সংগ্রাম) সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী (নিউজ টু ডে) সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু (এনটিভি) প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে