চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ বছর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছেন। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন করা হয়েছে। তারপরও নেতাকর্মীরা ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি নেতাকর্মীদের পাওয়ার বা হারানোর কিছু নেই। আমরা ক্ষমতায় যেতে চাই না, জনগণকে ক্ষমতায় নিতে চাই। গত রোববার বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নব নির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, চট্টগ্রাম নবগঠিত কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আবচারুল হক এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।