সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মোলস্নাহাটে চুরিতে অতিষ্ঠ গ্রামবাসী আটক ২

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মোলস্নাহাটে চুরিতে অতিষ্ঠ গ্রামবাসী আটক ২

প্রতিনিয়ত চুরির কারণে বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার মোলস্নারকুল গ্রামবাসী অতীষ্ঠ হয়ে উঠছে। অবশেষে ওই গ্রামেরই দুই যুবককে আটক এবং তাদের স্বীকারোক্তি ও সনাক্তে দুইটি মেশিন উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় মামলা রুজু ও আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটক দুই যুবক হলেন- মোলস্নারকুল গ্রামের মিজান মোলস্নার ছেলে সাব্বির মোলস্না (২১) ও মোশারেফ শেখের ছেলে আরিফুল শেখ (১৯)।

মামলার বাদী মোলস্নারকুল গ্রামের সন্তোষ মজুমদারসহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে কৃষকের স্যালো মেশিন ও ক্ষেতের ফসলসহ প্রায় সব ধরনের চুরির কারণে অতীষ্ঠ হয়ে উঠছে গ্রামবাসী। প্রতিনিয়ত কারো না কারো যেকোনো কিছু চুরি হলেও চোর চক্র ছিল অপ্রতিরোধ্য। চুরির ধারাবাহিকতায় গত শুক্রবার দুই কৃষকের ক্ষেত থেকে তিন মণ টমেটো চুরি হয়। ওই টমেটো গোপালগঞ্জ শহরে নিয়ে বিক্রিও করা হয়। অবশেষে ওই টমেটো বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় যুবক সাব্বির মোলস্না ও আরিফুল শেখকে ধরে সালিশ বৈঠক করা হয়। সে সময় চুরি করার কথা স্বীকার করে ওই দুই যুবক। ওই সালিশ বৈঠক চলমান অবস্থায় থানা থেকে পুলিশ গিয়ে তাদের দুই জনকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে