রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

চকরিয়ার মহাসড়কে ছিনতাইয়ের শিকার হচ্ছে পর্যটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চকরিয়ার মহাসড়কে ছিনতাইয়ের শিকার হচ্ছে পর্যটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী রিংভং ছগিরশাহকাটা এলাকায় প্রতিনিয়ত মোটর সাইকেল আরোহী পর্যটকদের ব্যারিকেড দিয়ে নগদ টাকা মোবাইল ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর ও কুপিয়ে আহত করছে বলেও ভুক্তভোগীরা জানান। ইতিপূর্বে অন্তত ১০-১২টি মোটর সাইকেল আরোহী পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছে বলে বিভিন্নসূত্রে জানা গেছে। এদিকে থানার শরনাপন্ন হলেও কাঙ্খিত সুফল কেউ পায়নি বলে জানান অনেকে।

জানা যায়, রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের বাসিন্দা ইউনুছ আলী তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। শুক্রবার রাতে তারা রওয়ানা দেন। পরদিন শনিবার ভোর সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ৬জন সন্ত্রাসী দুটি মোটর সাইকেলে তাদের ব্যারিকেড দিয়ে থামায়। পরে সড়কের পাশে জঙ্গলে নিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা মোবাইল সেট ও মোটর সাইকলে নিয়ে সটকে পড়ে। পরে আহত পর্যটক ইউনুছ আলী ও তার স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মোটর সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কক্সাবাজার বেড়াতে আসা নিরাপদ নয়। এ বিষয়ে পর্যটকদের সচেতনতা দরকার। মহাসড়কে ছিনতাই কাজে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে