সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত

  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় 'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪' উদযাপিত হয়েছে। ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃতু্যতে ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বিজিবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি দিবসের অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানাস্থ 'সীমান্ত গৌরব'-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবি সদর দপ্তরে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান এবং বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকার ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিবি দিবস উদযাপন উপলক্ষে পিলখানা ছাড়াও বিজিবি'র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে