রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১২৮টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫হাজার ৮৯৬টি আবাসিকসহ ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪৮,৬৪,১১৯ লাখ টাকা। এছাড়া, এই অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং নভেম্বর মাসে একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে