রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাওলানা সাদপন্থি আরেক নেতা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মাওলানা সাদপন্থি আরেক নেতা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন বেলা সাড়ে ১২টায় গণমাধ্যমে তথ্যটি জানান তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুলস্নাহ্‌ রায়হান।

1

গ্রেপ্তার জিয়া বিন কাসেম ওই মামলায় ৬নং আসামি। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মিডিয়া সমন্বয়ক হাবিবুলস্নাহ্‌ রায়হান জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন। তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, 'আমাদের থানা পুলিশ ও যৌথ বাহিনীর টিম শুনেছি গ্রেপ্তার করেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে