রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় উপ সহকারী প্রকৌশলীসহ তিনজনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় উপ সহকারী প্রকৌশলীসহ তিনজনের মৃতু্য
সড়ক দুর্ঘটনায় উপ সহকারী প্রকৌশলীসহ তিনজনের মৃতু্য

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় উপ সহকারী প্রকৌশলীসহ তিনজনের মৃতু্য হয়েছে। নরসিংদীর বেলাবো, শেরপুরের নকলা ও ময়মনসিংহরে গফরগাঁওয়ে এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর বেলাবোতে ট্রাক্টর চাপায় উপজেলা এলজিডি অফিসের উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোলস্না সুজন (৩১) নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর এলাকার চান মিয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোলস্নার ছেলে।

1

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপসহকারী কর্মকর্তা মোটর সাইকেল চালিয়ে ওই স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে ওয়াজ মাহফিলের যাওয়ার পথে মাওলানা উসমান গণি আজাদী (৪০) নামের এক ইসলামী বক্তার মৃতু্য হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত উসমান গণি আজাদী নকলা পৌরসভার গ্রীনরোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি পৌরসভাধীন বাদাগৈড় তাকওয়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন।

জানা গেছে, মাওলানা উসমান গণি মোটর সাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশে যাচ্ছিলেন। পথে শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলেও, চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় অয়ন (২৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত ১০টায় তার মৃতু্য হয়। দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেলে গফরগাঁও-রসুলপুর সড়কের পুখুরিয়া ময়নার মোড় এলাকায়। নিহত যুবক উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সংগ্রাম মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের পুখুরিয়া ময়নার মোড় এলাকায় শনিবার বিকেলে একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী অয়ন গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই অতিরিক্ত রক্তক্ষরণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অয়নের মৃতু্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে