বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপগঞ্জে অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
রূপগঞ্জে অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধবপুর সাইনবোর্ড এলাকায় অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৪ জানুয়ারি শুক্রবার বিকেলে বিজিএম সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশে উপজেলা তরুণ দলের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত ২ শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয।

শীতবস্ত্র বিতরণ পূর্বক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তরুণ দলের সভাপতি আলামিন। সভায় বক্তব্য রাখেন, তারাবো পৌর তরুণ দলের সভাপতি আলমগীর খাঁন, পৌর ২নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান প্রধান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বিলস্নাল হোসেন, সাখাওয়াৎ হোসেনসহ আরো অনেকে।

1

এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ রূপগঞ্জসহ সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অপপ্রচারের রাজনীতি করেছেন। বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিবাদ করে এর সমুচিত জবাব দিয়েছে। তবে এখন থেকে আর কোন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যদের এই রূপগঞ্জের মাটিতে ঠাই দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে