বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি। শনিবার সকালে শহরের কাথুলী বাসস্টেন্ড থেকে কোর্ট মোড় পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন দোকান, পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ফয়েজ মহম্মদ, জেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, হাফিজুর রহমান হাপি, আলমগীর হোসেন ছাতু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিলস্নাহ, পৌর জাসাসের সম্পাদক মকিদুর রহমানসহ সহ বিএনপি'র নেতা-কর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন।