সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছে। উদ্ভট শিক্ষানীতির কারণে মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত মেধার মূল্যায়িত হচ্ছে না, আজ তারা দিশেহারা। আমাদের সময়ে আমরা নকল বন্ধ করে দিয়েছিলাম বলেই, তখনকার মেধাবী শিক্ষার্থীরা এখনও সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে দাঁপিয়ে বেড়াচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সরকারকে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।'
শুক্রবার রাতে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এ্যালামনাই ফাউন্ডেশনের সংবর্ধনা, বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যালামনাই ফাউন্ডেশন সভাপতি ডা. আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মাহবুবুর রহমান, এ্যালামনাই ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট ফারুক হোসেন তপাদার, লুৎফর রহমান মুন্সি, আহবায়ক রফিকুল ইসলাম কাঞ্চন প্রমুখ।