নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী তদন্ত কেন্দ্রের অধীনস্থ সিধলী পশ্চিম বাজার এলাকায় শনিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল আই'য়ের নেত্রকোনা জেলা প্রতিনিধি জাহিদ হাসান হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে রোববার জাহিদ কলমাকান্দা থানায় জিডি করেছেন (সাধারন ডায়েরী নং-১৮৯)।
অভিযোগে জানা গেছে, জেলা প্রেস ক্লাবের সদস্য চ্যানেল আই ও বাংলাদেশের খবর পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি জাহিদ হাসান শনিবার বিকেল ৪টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে কলমাকান্দা উপজেলার সিধলী পশ্চিমবাজারস্থ রিমা বেকারী নামীয় প্রতিষ্ঠানে বেকারী সামগ্রীর গুনতম মান বিষয়ে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বেকারী মালিক মো. আজিজুল খান তার ৫-৬ জন সহযোগীকে নিয়ে জাহিদ হাসানের ক্যামেরাসহ অবরুদ্ধ করে তার উপর হামলা করেন। বাজারের লোকজন দ্রম্নত ঘটনাস্থলে এসে সাংবাদিক জাহিদ হাসানকে উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, অভিযোগটির তদন্তপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে।