'নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কীম' নামে একটি নতুন ডিপোজিট স্কীম চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গত ০২ জানুয়ারি ২০২৫ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান স্কীমটি উদ্বোধন করেন। উক্ত স্কীমে ১ লক্ষ বা এর গুণিতক যেকোন পরিমাণ আমানত মাত্র সাড়ে ৬ বছরে দ্বিগুণ হয়। এছাড়াও মেয়াদপূর্তির পূর্বে আমানতকারীর মৃতু্য হলেও নমিনির ইচ্ছায় মেয়াদপূর্তি পর্যন্ত হিসাব চালু রাখার সুবিধা রয়েছে। এসময় ব্যাংকের ডিএমডি মো: গোলাম মরতুজা, সিএফও মো: নুরুল আলম এফসিএমএ, এফসিএসহ বিভিন্ন বিভাগ ও এরিয়ার নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি