নানা দাবি ও প্রতিবাদে তিন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের নান্দাইল, রাজশাহীর গোদাগাড়ী ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে এ কর্মসূডঢ় পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী (১১)কে যৌন হযরানি ও ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। সোমবার উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের চিলাবাজারে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন ছাত্রীর বাবা, এলাকাবাসীর পক্ষে আনোয়ারুল ইসলাম, ডা. কামাল মোস্তফা ও নুরুল ইসলাম প্রমুখ।
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মে লিপ্ত। ষষ্ঠ, অষ্টম এবং নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ও দশম শ্রেণির ফরম পূরণের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার মূল্যায়ন বাবদ ফি আদায় করা হয়, যা সরকারি নির্দেশনার বাইরে।
ইউএনও জানান, 'আমরা স্মারকলিপি পেয়েছি এবং অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপ্রচারের প্রতিবাদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মওশিক) শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুহিউদ্দিন উজ্জল, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সেলিম উদ্দিন, হাফিজ মাওলানা হাফিজ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম উলামারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মওশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও আলেম উলামারা দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেন।