কচুয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার-সোমবার দুই দিনব্যাপী কচুয়া এপির প্রশিক্ষণ কক্ষে কচুয়া এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মশলা হয়। এতে সভাপতিত্ব করেন স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সরলা মুর্মু।
উপজেলার শিশু ফোরাম ও ইউর্থ ফোরামের ২০ জন শিশু সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহন করে। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী। উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য নুরুল ইসলাম আলম।
কর্মশালায় স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সরলা মুর্মু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে সাংবাদিকরা বর্তমানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই এ ধারাবাহিকতার মান উন্নয়নে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই।