মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ! আহত ১৭

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ! আহত ১৭

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ইলেকট্রনিক মিনি বয়লার বিস্ফোরণে ১৭ শ্রমিক আহত হয়েছেন। সোমবার উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সেম্পল ইউনিটে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে আছেন- সেম্পল সুপারভাইজার সুজন মিয়া (২৬), রহিজ উদ্দিন (২৭), ইয়াসিন আলী (২০), মো. শাহজাহান (২৪), মোসা. সুনিয়া (২৩), মোসা. সারজিনা (২৫), মোসা. কুলসুম (২৭), মোসা. আমেনা (২৯), রইস উদ্দিন (২৬), ইকবাল হোসেন (৩০), মো. রনি (২৩) ও আরিফুল ইসলাম(২৪)। বাকিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। আহতদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রমিক ও কারখানার সূত্রে জানা যায়, ওই কারখানায় সাড়ে ৩শ' শ্রমিক সকালে কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টায় হঠাৎ সেম্পল বিভাগে মিনি বয়লার বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘরে থাকা কাঁচের টুকরার আঘাতে সেখানকার আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচের আঘাতে এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। বিকট শব্দ হওয়ায় কাজ করা শ্রমিকেরা দৌড়ে বের হয়ে আসার সময় আরও কয়েজন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিক তাইজ উদ্দিন বলেন, 'আমরা কাজ করছিলাম। হঠাৎ স্যাম্পল সেকশনের বিকট শব্দ পাই। পরে শুনি বিস্ফোরণ হয়েছে।'

কারখানার সিনিয়র অফিসার মাসুদ রানা বলেন, 'সকালের দিকে ইলেকট্রনিকস বয়লার বিস্ফোরণ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।'

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী মহাব্যবস্থাপক ইমতিয়াজ আলম বলেন, মিনি বয়লার বিস্ফোরণে ১২ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পায়ের আঘাত কিছুটা বেশি। প্রত্যেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে