মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী অফিস
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, গণ-অভু্যত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপনসহ আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুদ্ধ ছাত্র-জনতার উপর পুলিশি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে চারদফা দাবি তুলে ধরে।

বক্তারা বলেন, এই গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা জুলাই অভু্যত্থান ও অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না। স্বাধীনতার ৫৪ বছরে এসেও আজ আমাদের অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে। অনতিবিলম্বে আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল রেখে সব জাতি মিলে একটি সম্পৃক্ত ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. আলী রেজা অপু, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৌভিক রেজা, বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার ও পাহাড়ি ছাত্র পরিষদের বিজয় চাকমা ও সামিন ত্রিপুরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে