নরসিংদীর শিবপুরে ৬৯'র গণঅভু্যত্থানের মহানায়ক আমানুলস্নাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৬তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। ২০ জানুয়ারী শহীদ আসাদ দিবস উপলক্ষে সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফুল হাসান, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উলেস্নখ্য, ৬৯ এর ২০ জানুয়ারী তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন আসাদ।