আইনজীবী নির্বাচন
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত 'সমমনা আইনজীবী ঐক্য' প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এতে বাবর বেপারী-জসিম মেহেদী-আতিক প্যানেলের ১৫ জন জয়ী হন। গত রোববার বিকালে জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এন এম মাইনুল ইসলাম উপস্থিত আইনজীবীদের সামনে নতুন কমিটি ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহসভাপতি শাহজাহান আখন্দ ও সহকারী নির্বাচন কমিশনার ও যুগ্ম সম্পাদক শরীফ মাহমুদ সায়েম।
দস্তারবন্দী অনুষ্ঠিত
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনয়িনের কলাগাছিয়া হযরত আবুবকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী এবং হেফজ ও নাজারা বিভাগের ছাত্রদের ছবকের মধ্য দিয়ে ৪র্থ বাৎসরিক ওয়াজ মাহফিল রোববার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মজিবুলস্নাহ নাহিদ। উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারী সাংবাদিক রফিকুল ইসলাম রানা। প্রধান বক্তা ছিলেন মুফতি আমিনুল ইসলাম।
পিঠা উৎসব
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলা দেবোত্তর বাজারস্ত হ্যাপি টেকনোলজির উদ্যোগের নানা ধরনের পিঠা নিয়ে মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পারিবারিক পিঠা উৎসব। গত রোববার পিঠা নিয়ে প্রতিযোগিতায় গুড়ের সন্দেশে সাদিয়া খাতুন প্রথম, দুধের চিতই পিঠাতে সুমাইয়া পারভিন দ্বিতীয়, ডিমের পিঠাতে রুমানা খাতুন তৃতীয়স্থান অধিকার করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড সানজিদা মুস্তারী। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার ও দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
জন্মবার্ষিকী পালিত
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া (র)মাজার মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা-কর্ণফুলী ১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।
ঢালাই কাজ উদ্বোধন
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সাধুরপাড়া ইউনিয়নের বাংগাল পাড়া গ্রামের রাস্তার ওপর ৩৬ মিটার দৈঘ্যের ওই নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা। অনুষ্ঠানে পিআইও মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মোলস্না, ইউপি সদস্য শেখ ফরিদ, ঠিকাদার হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে মাহফিলে জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শওকত ওসমানের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম বুলবুল, উপজেলা সাবেক সভাপতি আব্দুস ছবুর প্রমুখ।
সমন্বয় সভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সভায় সভাপতিত্ব করেন ইউএনও ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মফিজুর রহমান। কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ওকর্মকর্তা ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকী সার্বিক বিষয়বস্তু নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রমজানুল হক, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক প্রমুখ।
পিঠা উৎসব
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে রোববার পৌর শহরের দি মুন লাইট কিন্ডারগার্টেনের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী রকমারী পিঠা উৎসব প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ঝর্না রানী দাস, তানজিনা আক্তার, আফরোজা আক্তার, শাহানা খাতুন, প্রিয়া আক্তার, সুলতানা ইয়াসমিন, শান্ত রানী শীল, শিপ্রা রানী প্রমুখ।
তারুণ্যের উৎসব
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, গ্রিন স্কুল ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বেলুন উড়িয়ে ও বৃক্ষ রোপন করে গ্রিন স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরীফা হক। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকালে উপজেলার রানীগঞ্জ বাজার মরুহুম মুজিবুর রহমানের চাতালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার লাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন প্রমুখ।
সচেতনতামূলক সভা
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে জেন্ডার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আলোচনায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, সাদিপাটি সর. প্রাথ. বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন মাদ্রাসার কারী মোহাম্মদ আ. জলিল, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব প্রমুখ।
মেধাবৃত্তি প্রদান
ম মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি বিতরণ করা হয়। সোমবার উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মহফুজা খাতুন চৌধুরী। সভাপতিত্ব করেন মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল ইসলাম শাহীন।
পস্নাস্টিক সংগ্রহ অভিযান
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ বান্ধব গ্রাম নির্মাণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পস্নাস্টিক সংগ্রহ অভিযান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গত রোববার উপজেলার বাঁশাটি ইউনিয়নের মন্ডলসেন এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম।
জন্মদিন পালিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। গত রোববার উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, মোখলেছুর রহমান, জিয়া পরিষদের সভাপতি ফয়জুর রহমান প্রমুখ।
আলোচনা সভা
ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাইপাস এলাকায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম কানন, অ্যাডভোকেট রফিকুল আমিন খান, সিরাজ তালুকদার, শহিদুল কাড়াল, শফিউল আলম আজম, ইউসুফ রানা প্রমুখ
সভা অনুষ্ঠিত
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশের দুর্গম পাহাড়ি অঞ্চল ১০নং ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নূরানী একাডেমি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মুজিবুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ফেরদৌস আলম, নূরানী একাডেমির পরিচালক সার্জেন্ট মিজানুর রহমান, লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা জামাল উদ্দিন প্রমুখ।
কম্বল বিতরণ
ম শেরপুর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও গরীব অসহায়দের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার শেরপুর পৌর ঈদগাহ মাঠে কম্বল বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, জাহিদুল হক আধার, জীতেন্দ্র মজুমদার, আবুল কাসেম, জাকির হোসেন প্রমুখ।
ভিডিপি প্রশিক্ষণ
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত রোববার মুখী পলস্নী সেবক উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ-পরিচালক আব্দুল আউয়াল। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আনসার ভিডিপির কমান্ডান্ট রবিউল আলম, মুখী পলস্নী সেবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও প্রশিক্ষক কানিজ ফাতেমা।
শীতবস্ত্র বিতরণ
ম গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গংগাচড়া উপজেলায় আত্মপ্রকাশ করেছে গংগাচড়া সাংবাদিক সোসাইটি। সোমবার বিকালে গংগাচড়া সাংবাদিক সোসাইটির আয়োজনে এ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক কমলা কান্ত রায়ের সভাপত্বিতে রানু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মাহমুদ হাসান মৃধা। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, বৃদ্ধাশ্রম বকসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম, উচ্চতর পরিষদ, গণঅধিকার পরিষদ ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খাঁন সজিব, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম প্রামানিক, সাংবাদিক জাকিরুল ইসলাম মন্টু ও মাহফুজ আলম।
দক্ষতা কর্মশালা
ম ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এর আয়োজন করে 'ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল' (আইকিউএসি)। সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পারসন ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
কর্মশালা অনুষ্ঠিত
ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ও পৌর প্রশাসক কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড সিফাতুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মলিস্নক, সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমুখ।
স্কাউট কমিশনার ভোট
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে বাংলাদেশ স্কাউট রামগতি অঞ্চলের কমিশনার পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। স্কাউটের অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কমিশনার পদে ভোট হয়। ভোটে কমিশনার পদে দুই জন প্রার্থী হন। তারা হচ্ছে আলেকজান্ডার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যে আলেকজান্ডার -২ সহকারী শিক্ষক আবু সায়েদ। তিনি ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে রিয়াজ উদ্দিন পান ৪৯ ভোট। সোমবার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে ভোট গ্রহণ চলে।
চারা রোপণ
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা আওতায় বোরো ধানের উফশী (ব্রি- ২৯) জাতের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে সাহতা গ্রামের ফসলী বোরো জমিতে চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, ময়মনসিংহ বিভাগের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সালা উদ্দিন কায়সার প্রমুখ।
পর্যালোচনা সভা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কক্সবাজারের উখিয়ার কোটবাজার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন। সভায় গত মাসে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন অতিরক্ত পুলিশ সুপার ইহসানুল ফিরদাউস।