বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

মির্জাগঞ্জ ও বাঁশখালীতে দুই ডাকাত গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাত দলের একজন সদস্য ও চট্টগ্রামের বাঁশখালীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে দেশীয় মদ, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো আকতার হোসেন (৩৮), তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) এবং মো. নয়া মিয়া (৪০)।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুলস্ন্যাপুর ইউনিয়নে বেলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১০০গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৪০টি কোলকি, ৫লিটার দেশীয় মদ, ৬টি ছোট/বড় টর্চ লাইট, ১১টি গাঁজা কাঁটার যন্ত্র, ১টি গাঁজা কাঁটার কাঠ ও নগদ অর্থসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, ৯ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে মিন্টু সিকদার নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিন্টু সিকদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের বজলু সিকদারের ছেলে।

গত বুধবার রাত ১টার দিকে দেউলী সুবিদখালী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সাত্তার মিস্ত্রির পাকা বসতঘরে এ ঘটনা ঘটে।

সাত্তার মিস্ত্রী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে ডাকাত দল ঘরের চারপাশে থাকা সিসি ক্যামেরা ও বৈদু্যতিক সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মিটার ভেঙে ফেলে। ঘরের ভেতর থাকা সাত্তার মিস্ত্রি ও তার পরিবার টের পেয়ে দেখতে পায় পাশের বাড়িতে বিদু্যৎ আছে। ঘরের পূর্ব পাশের একটি জানলার গস্নাসের লক ভাঙা, গ্রীলের কিছু অংশ কাটা এবং ভাঁজ করা দেখে দ্রম্নত তারা এলাকার মসজিদের ইমাম হারুনুর রশিদের কাছে ফোন করলে তিনি মসজিদের মাইক থেকে ডাকাত পড়েছে বলে ঘোষণা করেন। এরপর চারদিক থেকে লোকজন ছুটে এলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করার এক পর্যায় উপজেলার গোলখালী বাজার সংলগ্ন রাস্তায় এক ব্যক্তিকে কর্দমাক্ত পায়ে দেখা যায়। সন্দেহভাজনভাবে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। গ্রেপ্তার মিন্টুকে নিয়ে অন্যদের ধরার জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হয়।

মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতি ও চুরিসহ চোর চক্রের হোতা ১২ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগারি বাজার এলাকা থেকে রামদাশ মুন্সির হাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাকচীর নের্তৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দেলোয়ার উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ছাপাছড়ি ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. আলী আহমদ চৌধুরীর ছেলে।

জানা যায়, ডাকাত দলের সর্দার ও চোর চক্রের মুলহোতা আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চকবাজার, পাঁচলাইশ, হাটহাজারী, রাঙ্গামাটি জেলার কাউখালী থানা ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার দেলোয়ার হোসেন আন্ত: জেলা ডাকাত দলের সর্দার। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে