রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে অধিপত্য নিয়ে কৃষকদলের দুই কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
আড়াইহাজারে অধিপত্য নিয়ে কৃষকদলের দুই কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষক দলের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় রুবেল ও বাবুল নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সাদারদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টায় ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউছার (৩১) ও জামাল (৪০) নামে কৃষকদলের দুই কর্মীকে কুপিয়ে জখম করে তারা। আহত কাউছার ওই এলাকার মো. সুলতানের ছেলে এবং জামাল তার ভাতিজা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে আহত কাউসারের পিতা মো. সুলতান বাদী হয়ে ঘটনার পর পরই ৯ জনের নাম উলেস্নখ করে একটি মামলা করেন। মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে