গত শুক্রবার বিকাল ৪টার দিকে ঐতিহাসিক বাশ মহলে দলীয় গঠনতন্ত্র ও মেয়াদ উত্তীর্ণ বাজিতপুর উপজেলার বিএনপি আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এহেসাহ কুফিয়া।
সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের শিকড় উপরে ফেলতে হলে দলের ঐক্যেকে ধরে রাখতে হবে। জনগণের প্রত্যাশার ভিত্তিতে দলের নেতৃত্ব কায়েম করতে হবে। দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে কাউন্সিলের নামে কোনো প্রহসনের নাটক মেনে নেওয়া যাবে না। সমাবেশে আরও বলা হয়, ২০২০ সালে বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হলেও এর মেয়াদ ৬ মাস পেরিয়ে গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, সাবেক জিএস মীর জলিল, জেলা যুব দলের সহ-সভাপতি শাহ আলম, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান মামুন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ।