শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দেড়যুগ পর চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল

চট্টগ্রাম বু্যরো
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেড়যুগ পর চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল

দেড়যুগ পর চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ঐতিহাসিক প্যারেড ময়দানে আগামী সোমবার (২৭ জানুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এ মাহফিল শুরু হবে। মাহফিল চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শনিবার নগরের চকবাজার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল ও সাংবাদিক মুহাম্মদ উলস্নাহ প্রমুখ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলের প্রথমদিন বক্তব্য রাখবেন মাওলানা আবদুলস্নাহ আল আমিন, দ্বিতীয়দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয়দিন মুফতী আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে