পাঁচদিন পর মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন আগুনে দগ্ধ হওয়া স্কুল শিক্ষার্থী সামিয়া (৬)। রোববার সকালে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার বাবা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী সামিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। উপজেলার ৪১নং সরকারি প্রাথমিক বিদালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টায় দিকে স্কুল ছুটির হওয়ার পর বড় বোনের জন্য অপেক্ষায় করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে খেলার ছলে ময়লার আগুনের স্তূপে পড়ে গিয়ে তার শরীর ঝঁলসে যায়। তার চিৎকারে শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশু সামিয়াকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে রেফার করেন।
সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, 'আগুনে দগ্ধ আমার মেয়ে সামিয়া ৫দিন মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ে আলস্নাহর ডাকে রোববার সকালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পরপারে চলে য়ায়।'