শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কাজিপুরে ব্যাঙ্গের ছাতার মত করাতকল গড়ে উঠলেও অনুমোদিত ৬টি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
কাজিপুরে ব্যাঙ্গের ছাতার মত করাতকল গড়ে উঠলেও অনুমোদিত ৬টি

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যাঙ্গের ছাতার মত করাতকল গড়ে উঠলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৬ টির।বিধি বর্হিভূতভাবে যত্র তত্র করাতকল গড়ে ওঠায় সরকার রাজস্ব হারাচ্ছে পাশাপাশি স্কুল কলেজ সহ জনবহুল স্থানে করাতকল গড়ে ওঠায় পরিবেশের মারাত্বক হুমকির সৃষ্টি হচ্ছে। স্থানীয় বন অফিস সূত্রে কোন করাত কল স্থাপনের ক্ষেত্রে জনবহুল এলাকা যেমন স্কুল কলেজ বাজার রাস্তা ঘাট এড়িয়ে নিরাপদ স্থানে করাতকল স্থাপনের বিধান থাকলেও কাজিপুরে তা না মেনে উপজেলার সর্বত্র স্কুল কলেজ হাসপাতাল বাজার এলাকায় স্থাপন করা হয়েছে। একটি সূত্রে উপজেলায় চর বিলে মিলে দেড়শতাধিক করাতকল গড়ে উঠলেও সরকারি অনুমোদন আছে মাত্র ৬টিতে।

স্থানীয় অফিস জানায় এ সমস্থ করাত কলের সহজ লভ্যতায় গাছ কাটার উপর মারাত্বক প্রভাব পড়েছে। সেই সাথে পরিবেশ,যাতায়াতে জনস্বার্থে হুমকির সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগিরা এ অবস্থার আইনগত ব্যবস্তার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে