বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ হয়।
উপজেলা জিয়া পরিষদ শাখার আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান। সভায় ভাচর্ু্যয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। উপজেলা জিয়া পরিষদের সহ সভাপতি আতিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলী মিঠু ও সহ সাধারণ সম্পাদক মো. মোশাররফের সঞ্চালনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নাজির আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ডা. শাহিন প্রমুখ।